ঘরে বসে যেভাবে জানা যাবে HSC Result 2023
যেভাবে জানা যাবে HSC Result 2023
প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের রেজাল্ট প্রকাশিত হচ্ছে আজ। ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার জানিয়েছেন, আজ সকাল ১০টার সময় প্রধানমন্ত্রীর কাছে ফলাফল হস্তান্তর করা হবে। তিনি ফল প্রকাশের কার্যক্রম শুভ উদ্বোধন করবেন। এরপর বেলা ১১টায় শিক্ষার্থীরা ফল জানতে পারবে।
তোমরা অনেকেই অনলাইনে রেজাল্ট খুজে পেতে চাও। কিন্তু বিভিন্ন ওয়েবসাইট তোমাকে শুধু ঘুরিয়ে ফিরিয়ে তাদের ওয়েবপেজের ভিউ বাড়িয়ে নেয়। তোমাদের এ বিরম্বনা থেকে বাচাতে খুব সহজে কীভাবে রেজাল্ট দেখতে পারো সেই পদ্ধতি শেয়ার করছি এখানে।
অনলাইনে HSC 2023 রেজাল্ট দেখার উপায়
১। সর্বপ্রথম নিচের লিংকে ক্লিক করো (এটা সরকারি ওয়েবসাইট)http://www.educationboardresults.gov.bd/
২। এবার এখানে তোমার এক্সামের নামের যায়গা HSC/ ALIM
সিলেক্ট করো।
৩।এক্সাম ইয়ার দাও -2023
৪।যে বোর্ড এর অধীনে HSc Exam 2023 দিয়েছো সেই বোর্ড যেটা ছিলো সেটা সিলেক্ট করো।
৫।HSC EXAM রোল নাম্বার দাও
৬। এবার তোমার রেজিস্ট্রেশন নাম্বারটি দিয়ে দাও।
৭। দুইটা র্যান্ডম সংখ্যার যোগফল (সংখ্যা দুইটি উল্লেখ থাকবে)
বসিয়ে সাবমিট এ ক্লিক করলেই তোমার রেজাল্ট দেখতে পাবে।
মোবাইল ফোনের এস এম এস এর মাধ্যমে HSC RESULT দেখার উপায়
১।প্রথমে তোমার মোবাইল থেকে মেসেজ অপশনে যাবে।
২।এরপর HSC<space> শিক্ষা বোর্ডের নামের প্রথম ৩ অক্ষর<space>HSC ROLL<space>2023 লিখবে।
৩। এবার এই মেসেজ -টি পাঠিয়ে দাও 16222 নম্বরে।
উদাহরণ হিসেবে দেওয়া হলোঃ HSC DHA 123456 2023