নটরডেম কলেজ ভর্তি পরীক্ষায় কোন সাবজেক্ট থেকে কী পড়তে হবে?

আরিয়ান  আহমেদ

আরিয়ান আহমেদ

সাবেক নটরডেমিয়ান (২২ ব্যাচ)

তোমারা যারা নটরডেম,হলিক্রস কিংবা সেন্ট-জোসেফ এ ভর্তি পরীক্ষা দিবে তাদের অনেকেরই একটা কমন প্রশ্ন মাথায় ঘুরপাক খাচ্ছে, তা হলো- কলেজ ভর্তি পরীক্ষার জন্য কোন সাবজেক্ট থেকে কী পড়বো?
এই প্রশ্নটা এত বেশী কমন যে তোমাদের জন্য একটা নির্দেশনা লেখার প্রয়োজন বোধ করলাম।

আপাতত তোমাদের প্রশ্নের উপর ভিত্তি করে কমন সাবজেক্ট গুলোর উপর একটা বেসিক আইডিয়া দিচ্ছি। পরবর্তীতে এডমিশনের আগে প্রত্যেক টা সাবজেক্ট নিয়ে আলাদা আলাদা বিস্তারিত সব গাইডলাইন পাবে ইন শা আল্লাহ!

  • বাংলা
 

সর্বপ্রথম চলো বাংলা নিয়ে কথা বলি।বাংলা বলতে বাংলা ব্যাকরণ, সহপাঠ সবগুলোকেই বোঝাচ্ছি। সায়েন্স, কমার্স ও আর্টস সব বিভাগের জন্যেই বাংলা সমান গুরুত্বপূর্ণ। বাংলা ১ম পত্রের জন্যে এসএসসি সিলেবাসে যে গদ্য, পদ্য আছে ওগুলোই দেখবে। বিশেষ করে কবি পরিচিত আর শব্দার্থের উপর বেশি জোর দিবে।সহপাঠ বইয়ের শুরুর দিকের থিওরি গুলো বেশি গুরুত্বপূর্ণ। যেমন,২০১৯ এ একটা প্রশ্ন এসেছিলো নাটকের উপাদান কয়টি?
আর বাংলা ব্যাকরণে জন্যে বিগত বছরের প্রশ্ন এনালাইসিস করে বলা যায় সমাস, সন্ধি বিচ্ছেদ ,কারক, ধ্বনি,অব্যয়, সমার্থক/ বিপরীতার্থক শব্দ, ভাষা, প্রত্যয়, উপসর্গ, শব্দের শ্রেণিবিভাগ এই টপিক গুলো মোস্ট ইম্পোর্ট্যান্ট।

  • গণিত

গণিত সায়েন্সের জন্যে সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ হলেও গত বছর আর্টস ও কমার্স বিভাগে ও গণিত থেকে প্রশ্ন করা হয়(যদিও সায়েন্স এ গতবছর গণিত থেকে প্রশ্ন ছিলো না Higher Math থেকে ছিলো)। সবাইকে আমার ব্যক্তিগত পরামর্শ থাকবে পরীক্ষায় সবার শেষে গণিতের উত্তর করা। কারণ এডমিশন টেস্টে তোমাকে অল্প সময়ের মধ্যে অনেক গুলো সাবজেক্ট নিয়েই ভাবতে হবে। গণিতের ক্ষেত্রে যদি বলি শর্টকাট উত্তর করার টেকনিক গুলো নিজের আয়ত্তে রাখবে। ক্যালকুলেটর কিংবা বিভিন্ন ট্রিক্স ব্যবহার করে কিভাবে অল্প সময়ের মধ্যেই উত্তর করা যাই সেই টেকনিক গুলো শিখে রাখো। এডমিশন টেস্টের জন্যে বিশাল আকারের ম্যাথ গুলো কম গুরুত্বপূর্ণ। আর জ্যামিতি টপিক টা শুধু এমসিকিউ র জন্যে পড়লেই চলবে। মোদ্দাকথা, গনিতে কিছু ম্যাথ থাকে যেগুলো তোমরা মুখে মুখেই সলভ করে ফেলতে পারো, কিছু আইকিউ জাতীয় ম্যাথ থেকে প্রশ্ন হতে পারে যেগুলো সাধারন জ্ঞ্যান এর আওতাভুক্ত। এই ব্যাপারগুলি একটু ভালোভাবে দেখবে।

  • ইংলিশ

NDC এডমিশনের জন্যে পায়োরিটি লিস্টে ইংরেজিকে ১ নাম্বারে রাখা উচিত বলে আমি ব্যক্তিগত ভাবে মনে করি ।
ইংলিশের জন্যে নির্দিষ্ট গাইডলাইন দেওয়া মোটেও সম্ভব না, কারণ এর পরিধি অনেক বড়।তারপরও,বিগত বছরের প্রশ্ন এনালাইসিস করে বলা যায় Spelling, Preposition, Translation, Right form of verb, Article,Idioms and Phrases , Tag Question, Sentence Correction, এবং অন্যান্য SSC Syllabus ভুক্ত গ্রামার গুরুত্বপূর্ণ। ইংরেজি ১ম বইয়ের সব passage এর শব্দার্থের Synonym/Antonym গুলো অবশ্যই ক্লিয়ার রাখবে। আমাদের সময়ে ওগুলো থেকে বেশ কয়েকটা প্রশ্ন এসেছে।

  • আইসিটি

ICT এর জন্যে বিশেষ কিছু বলার নেই। এসএসসি এর জন্যে যা পড়ছো ওগুলো রিভিশন দিলেই চলবে। একেবারে বেসিক প্রশ্ন হবে আইটি রিলেটেড।(যদি প্রশ্ন আসে)

  • সাধারণ জ্ঞান

 মানবিক বিভাগের জন্যে সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ। যদিও লাস্ট ইয়ার অন্যান্য গ্রুপেও জিকে থেকে প্রশ্ন এসেছে। জিকে কমন পেতে তোমার যে সাবজেক্টগুলি এস এস সিতে ছিলো অর্থাৎ ইতিহাস,ভূগোল,যুক্তিবিদ্যা, পৌরনীতি,অর্থনীতি এগুলার সম্পর্কে সম্যক ধারনা থাকাই যথেষ্ট।সাথে একদম রিসেন্ট ঘটনা গুলো সম্পর্কে জ্ঞান রাখলেই চলবে। যেমন: করোনা ভাইরাস, সামনে আসন্ন বিশ্বকাপ, মুজিববর্ষ, এই টাইপের সাম্প্রতিক বিষয়ে নলেজ থাকলেই মোটামুটি কমন পাওয়া যায়।

মোদ্দাকথা যে ধরনের প্রশ্নই আসুক তোমাকে প্রস্তুত থাকতে হবে। বোর্ড বই থেকেই প্রশ্ন আসে , বোর্ড বইয়ের বাইরে থেকে প্রশ্ন আসে না। এই বোর্ড বইয়ের প্রশ্ন দিয়েই হাজার হাজার পরীক্ষার্থীদের ভিড়ে তোমাকে চান্স পেতে হবে। তাই সবসময়ই বাড়তি প্রস্তুতি নিয়ে রাখবে। যেকোনো ধরনের প্রশ্নের জন্যে প্রস্তুত রাখতে হবে নিজেকে।।।

এইখানে আমি শুধু কমন সাবজেক্ট গুলোর উপর তোমাদের একটা আইডিয়া দিয়েছি। এরপরেও কোনো প্রশ্ন বা কিছু জানার থাকলে বা যেকোনো প্রয়োজনে আমাদের পেজে মেসেজ দিতে পারো।
ভর্তি পরীক্ষা সংক্রান্ত দিক নির্দেশনা পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারো।

এখান থেকে আরো পড়ো 

Scroll to Top