- +8801601-146808
- damiandreamers@gmail.com
- 78,Arambagh,Motijheel,Dhaka
নটরডেম কলেজে চান্স পেতে যে ৫ টি ভুল করা যাবেনা।
সোহানুর রহমান
ঢাকা বিশ্ববিদ্যালয়
দেখো ভাইয়া নটরডেম কলেজে চান্স পাওয়া খুব কঠিন কিছু নয়। শুধু প্রয়োজন তোমার ঐকান্তিকতার। সাথে বেশ কিছু ব্যাপারে একটু খেয়াল রাখলেই তুমিও হয়ে যেতে পারো একজন নটরডেমিয়ান। ভর্তি প্রস্তুতির ক্ষেত্রে কিছু ভুল আছে যেগুলো এভোয়েড করলে নটরডেমে চান্স পাওয়া তোমার জন্য আরো সহজতর হয়ে উঠবে।সেইগুলি নিয়েই আমরা এখন আলোচনা করবো।
১। মূল বইকে গুরুত্ব না দেয়া।
অনেক শিক্ষার্থী যে ভুলটা করে সেটা হলো তারা মূল বইকে গুরুত্ব দেয়না। বিভিন্ন কোচিং সেন্টার, গাইড কোম্পানীর চমকপ্রদ বিজ্ঞাপন দেখে তারা ভাবে গাইড পড়লে,অথবা কোচিং এর শীট পড়লেই নটরডেমে চান্স নিশ্চিত! কিন্তু না ভাইয়া, তোমার এই ধারনা সম্পূর্ণ ভুল। নটরডেমে চান্স পেতে তোমাকে মূল বইকেই আঁকড়ে ধরতে হবে। এমন হতে পারে তুমি মূল বইয়ের পাশাপাশি কোচিং করতেছো অথবা গাইড ফলো করতেছো।কিন্তু কখনোই মূল বইকে বাদ দিয়ে এগুলো নয়। তাহলে নিশ্চিত বিপদে পরবে। মোদ্দা কথা, মূল বই এর কনসেপ্টগুলা যার যত ক্লিয়ার,সে তত এগিয়ে থাকবে।
২। শুধুমাত্র এম.সি.কিউ অথবা এক কেন্দ্রিক প্রস্তুতি নেয়া।
অনেকসময় দেখা যায় আমাদের শিক্ষার্থীরা যে ভুলটা করে ফেলে তাহলো, শুধুমাত্র এককেন্দ্রিক প্রস্তুতি নেয়। অনেকে শুধু এম সি কিউ এর প্রস্তুতি নেয়। যার ফলে পরীক্ষার হলে যখন দেখে এম সি কিউ প্রশ্ন না এসে বরং শর্ট কুয়েশ্চন এসেছে,তখন তাদের মাথা ঘুরানো শুরু করে। ব্যাস, ফলাফল খারাপ রেজাল্ট। আবার অনেকসময় এর উল্টোটাও হয়।দেখা যাচ্ছে কেউ বেশী চিকন বুদ্ধি করে শুধু শর্ট কুয়েশ্চন এর প্রিপারেশন নিয়ে এসেছে কিন্তু পরীক্ষার হলে প্রশ্ন এসেছে অনুচ্ছেদ অথবা এম সি কিউ আকারে। ফলাফল সেই মাথায় বজ্রপাত এবং দিনশেষে পরীক্ষা খারাপ।মোদ্দাকথা তোমাকে পরীক্ষার হলে যেকোনো রকমের প্রশ্ন আসবে এই চিন্তা মাথায় নিয়ে যাইতে হবে।আর এইক্ষেত্রেও তোমাকে মূল বই সাহায্য করবে।
৩। খাতা কলমে প্র্যাক্টিস না করা।
তোমরা প্রস্তুতি নেবার ক্ষেত্রে যেই ভুলটা করে থাকো তা হল,ভালোভাবে প্র্যাক্টিস না করে শুধুমাত্র চোখ বুলিয়ে যাও। কিন্তু চোখ বুলিয়ে যাওয়াটাতে যে সমস্যাটা হয় তাহলো, পরীক্ষার হলে যখন ঐ টপিক থেকে প্রশ্ন আসে তখন মনে হয় যে ইশ! এই লাইনটা যেন কী হবে??এই সমস্যায় না পরতে চাইলে অবশ্যই তোমাকে ম্যাথগুলি হাতে লিখে লিখে প্র্যাক্টিস করার অভ্যাস করতে হবে।পরীক্ষার হলে কোপায়া দিবো!! এই ধারনা থেকে বের হয়ে আগে থেকেই নিজেকে প্রস্তুত রাখতে হবে।
৪।নটরডেম এর স্বপ্নে বিভোর থেকে HSC এর সাথে হাল্কা পরকীয়া।
তোমাদের প্রস্তুতির পিরিয়ডে যে বড় ভুলটা সবচেয়ে তীক্ষ্ণভাবে তোমাদের ক্ষতি করে তা হলো একইসাথে নটরডেম,হলিক্রস,সেন্ট-জোসেফ এর প্রস্তুতি ও নিচ্ছো আবার এইচ এস সির ফিজিক্স, কেমিস্ট্রিতে একটু চোখ ও বুলিয়ে নিচ্ছো।এইভাবে দুই নৌকায় পা দিলে তুমি নিশ্চিত ধরা খাবা। দেখো ভাইয়া, যদি স্বপ্ন নটরডেমই হয়ে থাকো তাহলে স্বপ্নের পেছনে কিছুদিন সময় ফিয়ে দেখো কী হয়,একটা তীক্ষ্ণ মরণ কামড় দাও চান্স পাবার জন্য। এখন আপাতত এইচ এস সির বই পড়ার প্রয়োজন নেই বরং ধৈর্য ধরো, কলেজে চান্স পেলে চাইলেও কম পড়ার সুযোগ পাবেনা। সুতরাং আপাতত কলেজ এডমিশন এ ফোকাস দাও।
৫।সময় গেলেও সাধন হতেও পারে।
অনেকে ভাবো,মাত্র তো এস এস সি শেষ হয়েছে,দুই চারদিন রেস্ট নিয়ে তারপর শুরু করবো কলেজ ভর্তি প্রস্তুতি। এই ভুলটা করা যাবেনা। তুমি যদি মূল বই থেকে দূরে সরে যাও, মূল বই ও কিন্তু তোমাকে ভুলে যাবে। সময় নষ্ট করা যাবেনা কোনভাবেই। এস এস সির জন্য যা পড়েছিলে তা কোনভাবেই ভুলে গেলে চলবেনা। প্রস্তুতি চালাতে থাকো নিয়মিত। কীভাবে প্রস্তুতি নিবে জানতে এই ভিডিওটি দেখো। আর যেকোনো ভর্তি সংক্রান্ত প্রয়োজনে মেসেজ দিতে পারো আমাদের পেজ এ।। সবাই ভালো থাকো, আমাদের দেখা হোক নটরডেমের সবুজ আঙিনায়।