নটরডেম কলেজে চান্স পেতে কোন গাইড পড়বো?/কোথায় কোচিং করবো?

তুমি যেহেতু নটরডেম এ চান্স পেতে চাও,আমি ধরে নিচ্ছি তুমি মাত্র এস এস সি এক্সাম শেষ করেছো।দেখো ভাইয়া, নটরডেমে চান্স পাওয়ার জন্য বেশকিছু ব্যাপার মাথায় রাখতে হবে।

১। নটরডেমের ভর্তিপরীক্ষার প্রশ্নপত্রের ধরন।

চলো প্রথমেই প্রশ্নপত্রের ধরন নিয়ে কথা বলি, নটরডেম কলেজ ভর্তি পরীক্ষায় প্রশ্ন যে কীরকম আসবে তা বলা শুধু মুস্কিল না বরং অসম্ভব। হয়তো এবছর লিখিত এসেছে দেখে তুমি লিখিত এর প্রিপারেশন নিলে কিন্তু পরীক্ষার হলে গিয়ে দেখবে ( বুম!!!) প্রশ্ন এসেছে এমসি কিউ। আবার নেক্সট ইয়ারে সেটা দেখে কেউ এমসি কিউ এর প্রিপারেশন নিয়ে গিয়ে দেখবে (ডাবল বুম!!) প্রশ্ন এসেছে রিটেন এমসিকিউ মিলিয়ে। সুতরাং প্রশ্নপত্রের ধারনা পাওয়াটা বেশ কঠিন। পরীক্ষার হলে যেকোনো পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে হবে তোমাকে।।

২।নটরডেমের ভর্তি পরীক্ষার জন্য তাহলে কী পড়বো?

এবার চলো কী পড়বে ভর্তি প্রস্তুতির জন্য সেটা নিয়ে আলোচনা করি।।
একটা খুব সত্য কথা তোমাদের বলি, নটরডেম তোমার ক্যাপাসিটির বাইরে গিয়ে কোন প্রশ্ন করবেনা কখনোই।অর্থাৎ প্রশ্ন করার সময় এটা মাথায় রেখেই প্রশ্ন করা হয় যে তুমি সদ্য এস এস সি পাশ একজন শিক্ষার্থী।সুতরাং টেনশনের কোন কারন নেই যে কঠিন প্রশ্ন হবে। তুমি খুব ঠান্ডা মাথায় তোমার মূল বইগুলা অর্থাৎ নবম দশম শ্রেনীর মূল বইগুলি বার বার রিভাইস দিবে।(ধর্ম ও নৈতিক শিক্ষা ব্যাতীত) আশা করা যায় ৯০ শতাং প্রশ্ন এখান থেকেই কমন পাবা।এর পাশাপাশি বিভিন্ন সাধারণ জ্ঞ্যান নিয়ে একটু ঘাটাঘাটি করবে। বেসিক আইটি নলেজ, আশেপাশের পরিবেশে অবস্থিত ঘটনা,সিস্টেম সম্পর্কে সম্যক ধারনা রাখবে।এবছর ডাকবাংলো নিয়ে প্যারাগ্রাফ এসেছিলো অনেকে বুঝতেই পারেনি ডাকবাংলো কী। এই সাধারন কিছু নলেজ তোমাকে অর্জন করতে হবে। তবে আবারো বলছি, একজন এস এস সি লেভেলের স্টুডেন্ট এর যে এরিয়াগুলিতে নলেজ থাকা বিবেচ্য বলে কলেজ মনে করবে সেই এরিয়া থেকেই প্রশ্ন হবে। সুতরাং ভয় পেয়োনা বন্ধু বরং মূলবই আঁকড়ে ধরো।।

৩। নটরডেমে চান্স পেতে কোনরকম কোচিং বা গাইড পড়ার প্রয়োজনীয়তা আছে কীনা?

দেখো ভাইয়া, কলেজ সবসময় কোচিং এর বিরুদ্ধে অবস্থান নেয়। এর কারন ও আছে বেশ কিছু। নটরডেমে চান্স পেতে কোচিং এর প্রয়োজনীয়তা নেই। আসলেই প্রয়োজনীয়তা নেই।কোচিং তোমাকে অনেক কঠিন কঠিন জিনিস(পড়া,সিলেবাস) গেলাবে। যা তোমার জন্য বদহজম এর কারন হয়ে উঠতে পারে।এযাবৎকালে চান্স পাবার জন্য কোচিং এর প্রয়োজনীয়তা ছিলোনা। ভবিষ্যতে ও থাকবেনা। তবে তুমি যদি সেই ছেলেটি হয়ে থাকো যার মুখে পড়া তুলে না দিলে গিলতে অসুবিধা হয় তাহলে কোচিং করতেই পারো।
তবে জেনে রেখো, মূল বইয়ের বিকল্প শুধুমাত্র মূল বই।।
এবার চলো একটু কোন গাইড পড়বো সেটা নিয়ে কথা বলি,
গাইডের ব্যাপারে একটু ভিন্নতা আছে। তোমরা জেনে থাকবে,নটরডেম ভর্তিপরীক্ষার প্রশ্নপত্রেই উত্তর করে আসা লাগে। তাই প্রশ্ন বাইরে বের হয়না। তবে অনেক গাইড কোম্পানী শিক্ষার্থীদের কাছে শুনে একটা আনুমানিক প্রশ্নপত্র তৈরি করে। তুমি যদি জাস্ট প্রশ্নপত্রের ধরন দেখার জন্য গাইড কিনতে চাও,সেটা ঠিক আছে। কিন্তু যদি মনে করো গাইড পড়ে চান্স পেয়ে যাবা তবে বিরাট ভুল করতে চলেছো। এখানেও একই কথা বলবো মূল বইয়ের বিকল্প মূল বই।।
সবাই ভালো থাকবে।দেখা হবে কলেজের আঙিনায়।

  ভর্তি সংক্রান্ত যেকোনো প্রয়োজনে এখানে ক্লিক করো

Scroll to Top