নটরডেম ভর্তি প্রস্তুতিতে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য সাজেশন ও পাঠ নির্দেশনা।

সৌরভ দে

সৌরভ দে

নটরডেম কলেজ (২৩ব্যাচ)

জীবনানন্দ দাশ লিখেছিলেন
“আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে – এই বাংলায়”
তার মতো আমিও বার বার ফিরতে চাই এই বাংলায়, নিষ্প্রাণ নগরী এই উজ্জ্বল ক্যাম্পাসে। শিঙারার জন্য টিফিন ঘন্টা বাজতেই ছুটতে চাই আবারো পাঁচতলা থেকে। কুইজের পর্বত প্রমাণ প্রশ্ন দেখে ভবসাগরে ডুবতে চাই বার বার।
এমনিই সব তুচ্ছ ইচ্ছে থেকে যায় প্রতিটা প্রাক্তন নটরডেমিয়ানের । হ্যাঁ, এগুলো আমাদের সোনালী অতীত। সারা জীবনের জীবনীশক্তির রশদ।
এই রশদের খোঁজেই তোমাদের মতো হাজারো শিক্ষার্থী এসএসসির পর ভীড় করে এই ক্যাম্পাসে। তবে সবার স্বপ্ন কিন্তু পূর্ণতা পায় না। তাই নিজের প্রস্তুতিকে এই কয়েকদিনে নিয়ে যাও সর্বোচ্চ পর্যায়ে। পরবর্তী জীবনে যাতে কখনো আফসোস নাহয়, ইস!! আরেকটু পরিশ্রম করলে হয়তো পারতাম।

তোমাদের এই প্রস্তুতিকে আরেকটু সহজতর করতে বিষিয়ভিত্তিক কিছু সাজেশন তোমাদের জন্য তুলে ধরার প্রয়াস রাখছি।এই সাজেশন সাজানো হয়েছে বিগত বছরের প্রশ্ন এনালাইসিস করে।আশা করছি এই বিষয়গুলি প্র‍্যাক্টিস করলে তোমার চান্স পাবার সম্ভাবনা অন্তত কয়েক শতাংশ বেড়ে যাবে।

এলার্ট: শুধুমাত্র বিজ্ঞান বিভাগের জন্য।

 

বাংলা সাহিত্য

সিলেবাস এর অন্তর্ভুক্ত অধ্যায়গুলো কয়েকবার রিডিং পড়ে রাখো‌।যাতে অন্তত জ্ঞানমূলক প্রশ্নগুলি মিস না করে ফেলো। কবি পরিচিতিতে জোর দেওয়ার প্রয়োজন নেই। আর যদি একান্ত পড়তে ইচ্ছে করে রবীন্দ্রনাথ, নজরুল, শরৎচন্দ্র, মধুসূদন দত্ত, সুকান্ত ভট্টাচার্য দেখে রাখতে পারো।

 

বাংলা ব্যাকরণ

আমার তরফ থেকে সাজেশন থাকবে বাংলা ২য় এত টপিক পড়ে লাভ নেই । হয়তো ১/২ টা প্রশ্ন আসবে। সময় মিলাতে না পারলে ব্যাকরণ অংশের প্রস্তুতি স্কিপ করতে পারো।বেসিক ক্লিয়ার থাকলে এমনেই কমন পেয়ে যাবা। বরং ব্যাকরণ এর জন্য নির্ধারিত সময়টা Math , Higher math এ দাও। তবে বাগধারা, এক কথায় প্রকাশ এগুলো পড়ে রাখতে পারো।

 

English 1st Paper

সিলেবাসের অন্তর্ভুক্ত chapter গুলো ভালো করে রিডিং পড়ো। এখান থেকে প্রশ্ন হয়।এটা বেশ গুরুত্বপূর্ণ। কোনোভাবেই সিলেবাসের অন্তর্ভুক্ত অনুচ্ছেদগুলো এড়িয়ে যাওয়া যাবেনা।বিশেষ করে Prittilota, APJ Abdul Kalam সহ বইয়ের শেষ অংশে যে poem আছে তাদের লেখক পরিচিতি most important topic.

English 2nd Paper

এক্ষেত্রে আমি বলব এখন কিছুই পড়ার দরকার নেই। এতদিন যা শিখে এসেছো, basic clear থাকলে তাই enough.

Biology

তোমার পক্ষে যতসম্ভব তত পড়, নিজের সর্বোচ্চ টা দাও। (মূল বই এর কোন টপিক যেন তোমার ধারনার বাইরে না থাকে।)

Chemistry

মোটামুটি basic বিষয়গুলো জানলেই হয়। শেষ অধ্যায় অর্থাৎ organic নিয়ে একদমিই প্যারা খাবে না, যতটুকু পার ততটুকুই পড়।

Physics

ফিজিক্স অবশ্যই প্রত্যেকটা concept clear রাখবা। আর যতপারো practice কর গাইড থেকে। আর অবশ্যই অধ্যায়ভিত্তিক অনুশীলনী প্রশ্নগুলো practice করে যাবা। Physics conceptual question বেশি হয়। Physics এ যদি সব প্রশ্নের উত্তর করতে পারো রেজাল্ট এ অনেকখানি এগিয়ে থাকবা।

Math, Higher Math

যত পারো করতে থাকো। মুখে মুখে সমাধান না করে বরং বেশি বেশি খতাকলমে প্র‍্যাক্টিস করো। বইয়ের প্রশ্ন হুবুহু দেওয়া থাকে।তবে প্রস্তুতির ক্ষেত্রে geometry chapter skip করতে পারো। তবে অবশ্যই উপপাদ্য গুলো মুখস্থ করে যেতে হবে।

ICT

সাধারণত থাকে না। যদি থাকে সার্কুলারে দিয়ে দেওয়া হবে। আর যদি থাকে normally একবার চোখ বুলিয়ে যাবা। বিশেষ করে 1st chapter.

মোটামুটি প্রস্তুতির জন্য এই ব্যাপারগুলিই গুরুত্বপূর্ণ। সবশেষে অবশ্যই মূলবইয়ের সকল কন্সেপ্ট ক্লিয়ার রাখবে।আশা করছি খুব শীঘ্রই তোমাদের ভর্তি পরীক্ষা সম্পন্য হবে। তোমাদের সাথে দেখা হবে প্রানের ক্যাম্পাসে,আড্ডা হবে আর হবে স্মৃতির কথকতা। ততদিন ভালো থাকো,স্বপ্নের পেছনে ছুটতে থাকো।সকলের জন্য শুভকামনা

নটরডেম এডমিশন গাইড ফ্রি কোর্সে জয়েন করো  

ভর্তি পরীক্ষা সংক্রান্ত দিক নির্দেশনা পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারো।

এখান থেকে আরো পড়ো 

Scroll to Top