৬ষ্ঠ ক্যারিয়ার গাইড লাইন প্রোগ্রাম, ২০২৩/২৪ ( HSC 2025 BATCH)

Webinar

এইচ,এস,সি, ২০২৫ ব্যাচের সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের জন্য আবারো একটি আনন্দের সংবাদ নিয়ে আমরা হাজির হলাম। প্রতি বছরের মতো এবারো ‘ ডেমিয়ান ড্রিমার্স’ আয়োজন করতে যাচ্ছে ‘৬ষ্ঠ ক্যারিয়ার গাইড লাইন প্রোগ্রাম,২০২৩/২৪’।মনে প্রশ্ন জাগতে পারে, কেন এই অনুষ্ঠান!? সেটিই এখন বলছি। উচ্চ মাধ্যমিকের জীবনটা তোমাদের অতিবাহিত স্কুল লাইফের থেকে অনেকটাই ভিন্ন। এ পর্যায়ে পড়াশোনার প্রেশার যেমন অনেক বেশি থাকে, তেমনি থাকে ভার্সিটি এডমিশন নিয়ে চিন্তা। সব মিলিয়ে একটি সঠিক, সুনির্দিষ্ট ও গোছালো পন্থা অবলম্বন না করলে এই ১৫ মাসের এই স্বল্প সময়ে এলোমেলো হয়ে যেতে পারে তোমাদের শৈশব থেকে লালিত কাঙ্খিত বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন। তাই এই স্বপ্নকে তুমি যেন সহজেই বাস্তবে রূপ দিতে পারো, তেমন করেই সাজানো হয়েছে আমাদের এই অনুষ্ঠান। 

মূলত আমাদের কার্যক্রমটি আমরা দুটো আলাদা শিফটে ভাগ করে পরিচালনা করবো। একটা শিফটে শুধুমাত্র বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা ও অপর শিফটে বাণিজ্য ও মানবিক বিভাগের শিক্ষার্থীগণ অংশ নেবে। নটরডেম কলেজ লাইফ, পড়াশোনার ধরণ ও সাফল্যের মূলমন্ত্র,কলেজে পড়াকালীন সময়ে ক্লাব গুলোর সাথে সম্পৃক্ততা ও এর উপকার, কলেজের পড়ার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি সহ আরো বিভিন্ন একাডেমিক আলোচনা।

অনুষ্ঠানে উপস্থিত থাকবেন সাবেক নটরডেমিয়ান ভাইয়ারা যারা এখন বুয়েট, মেডিকেল, ঢাকা বিশ্ববিদ্যালয়, আইবিএ, আইএসএসবি সহ দেশ ও দেশের বাইরের নানান নামি-দামি সব শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত আছেন ও শিক্ষকতা করছেন। তাদের সহযোগিতায় তুমিও গড়ে নিতে পারো তোমার স্বপ্নের সাথে সেতু বন্ধন।

এখন আসি রেজিস্ট্রেশন প্রসিডিওরে। অনুষ্ঠানে অংশগ্রহণ সব কলেজের শিক্ষার্থীদের জন্যই উন্মুক্ত তবে সদ্য ভর্তিপ্রাপ্ত নটরডেমিয়ানরা আমাদের আলোচনার মধ্যমণি হবে। পেইজে দেওয়া লিংক কিংবা আমাদের ডেমিয়ান ড্রিমার্সের ওয়েব সাইটে গিয়ে তোমরা রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পারবে। তবে তোমরা যারা আমাদের টিশার্ট নিতে চাও, তাদের ৫০ টাকা দিয়ে রেজিষ্ট্রেশন করা লাগবে। কলেজের ক্লাস শুরু হলেই তোমরা এই টিশার্ট আমাদেত অফিস থেকে এসে সংগ্রহ করতে পারবে। অনুষ্ঠানটি সম্পূর্ণ ডিজিটাল কমিউনিকেশন প্ল্যাটফর্ম ‘জুম’ এর মাধ্যমে হবে তাই চিন্তার কোন কারণ নেই।আগামী ০৩/০৯/২০২৩ তারিখ রাতে আমাদের প্রোগামটি অনুষ্ঠিত হবে। । বিস্তারিত জানতে নিয়মিত চোখ রাখো আমাদের ফেইসবুক পেইজ ও ওয়েব সাইটে।

রেজিস্ট্রেশন লিংক (বিজ্ঞান বিভাগ)  https://forms.gle/y3UR6cKsy2X9JMfq6
রেজিস্ট্রেশন লিংক (মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগ) https://forms.gle/rWHAkFpnuTA2ARyB7

ইনশাআল্লাহ দ্রুত দেখা হবে তোমাদের সাথে। ততদিন স্বপ্ন দেখা থামিও না। Bridge your dream. 

2 thoughts on ““ডেমিয়ান ড্রিমার্স” আয়োজিত ক্যারিয়ার ওয়েবিনার রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করো”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top